বিসিবির অর্থ স্থানান্তর নিয়ে উপদেষ্টার মত

স্পোর্টস ডেস্ক

গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক ধাপে ১৩টি ভিন্ন ব্যাংক থেকে প্রায় আড়াইশ কোটি টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) সরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অর্থ স্থানান্তর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে, এক বিবৃতিতে তা অস্বীকার করে বিসিবি। তবে এবার সরাসরি এই বিষয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অধিক মুনাফা অর্জন এবং ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরানোর উদ্দেশ্যেই বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তিনি বলেন, অর্থ স্থানান্তরের প্রক্রিয়ায় বিসিবির অভ্যন্তরীণ নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া উপদেষ্টার ভাষায়, বিসিবির আয়ের বড় একটি অংশ আসে এফডিআরের সুদ থেকে। আগে যেখানে ৭-৮ শতাংশ সুদ পাওয়া যেত, নতুন ব্যাংকগুলোতে সেটি বেড়ে দাঁড়িয়েছে ১১-১২ শতাংশে। তাছাড়া, যেসব ব্যাংক থেকে অর্থ সরানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল এবং তাদের প্রতি হলুদ সংকেত (Yellow Alert) দেওয়া হয়েছিল। আসিফ মাহমুদ বলেন, ‘কেউই চাইবে না নিজের অর্থ ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখতে।’

তিনি আরও যোগ করেন, ‘বিসিবির অভ্যন্তরীণ নিয়ম ভঙ্গ হয়েছে কিনা, তা আমরা পর্যালোচনা করব। ফাইন্যান্স ডিরেক্টরের অনুমোদনসহ পুরো প্রক্রিয়াটি যথাযথ ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হবে।’

You may also like