মুশফিককে সমর্থন দিলেন জাকের আলী

স্পোর্টস ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে এখনো আলো ছড়াতে পারেননি মুশফিকুর রহিম। দুই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৫ রান করায় সমালোচনার মুখে পড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। অনেকে তার নিবেদন ও পরিশ্রম নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কিছু—দলের অনুশীলনের দুই ঘণ্টা আগেই মাঠে এসে এককভাবে প্রস্তুতি নিচ্ছেন মুশফিক।

এমন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ জাকের আলী অনিক। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে শনিবার সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন, এখনো করছেন। আর দলে তো উনি একা খেলছেন না। উনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়ত উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই (মুশফিকের) যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

এ সময় দলেল সবাইকে নিয়ে তিনি বলেন,‘ব্যাটসম্যান যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে। শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’

ইউএ / টিডিএস

You may also like