পিএসএল যাত্রার আগে যা বললেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

গত ১১ এপ্রিল শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। তবে শুরু থেকেই এই টুর্নামেন্টে খেলার ছাড়পত্র (এনওসি) পাননি বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা। বিসিবি তাকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলানোর পর এনওসি দেয়। ফলে আসরের মাঝপথে গিয়ে পিএসএলে যোগ দিচ্ছেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন নাহিদ। যাওয়ার আগে এক সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের কথা জানালেন তিনি। নাহিদ বলেন, “নিজের ওপর আমার বিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। যদি সেটা করতে পারি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ।”

পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলবেন নাহিদ রানা। গত ১৩ জানুয়ারির প্লেয়ার ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে এই তরুণ পেসারকে দলে নেয়।

এদিকে নাহিদকে পাওয়ার আগেই পেশোয়ার জালমি খেলেছে ৫টি ম্যাচ। যেখানে ৩টিতে হেরে ও ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা। দলটির পারফরম্যান্স ভালো না হলেও নাহিদের আগমন কিছুটা আশা জাগাতে পারে।

এবারের পিএসএলে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার আছেন। রিশাদ হোসেন ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছে চারটি ম্যাচ খেলেছেন। তবে লিটন দাস ইনজুরির কারণে আসর শুরুর আগেই ছিটকে গেছেন।

ইউএ / টিডিএস

You may also like