তামিম নিজেই জানালেন কবে ফিরছেন মাঠের ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক

গত মার্চে অসুস্থ হওয়ার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল। গত মাসে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চলতি এপ্রিলের শুরুতে তিনি গিয়েছিলেন সিঙ্গাপুরে। সেখানে এক কার্ডিওলজিস্টের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের সাবেক এই বাঁহাতি ওপেনার। সিঙ্গাপুর ফেরার পর তামিম অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুইজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও নিয়মিত পরামর্শ করে চলেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো এবং উন্নতির দিকেই রয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বাঁহাতি এই ওপেনার মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন। তামিম বলেন, ‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। তিনমাস পর ইনশাল্লাহ (ফিরবো)।’

পরে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে বিসিবিকে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ জানিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না।’

‘বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও ২ জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে। বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল খেলা। আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দিবেন।’-যোগ করেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like