তামিম বললেন হৃদয়ের নিষেধাজ্ঞা হাস্যকর সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

গত কয়েকদিন ধরেই তাওহিদ হৃদয়কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের ক্রিকেটপাড়া। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে আম্পায়ার শরফৌদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে অসদাচরণের কারণে হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বিসিবি। পরে আম্পায়ার্স বিভাগ সেই শাস্তি কমিয়ে এক ম্যাচ করে।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফৌদ্দৌলা পদত্যাগপত্র জমা দেন। তার প্রতিবাদের মুখে বিসিবি আবারও প্রথম সিদ্ধান্তে ফিরে যায়—হৃদয়কে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

এমন বিতর্কিত ঘটনায় মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ শুক্রবার বিসিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সরব হন তিনি। হৃদয়ের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিসিবির সিদ্ধান্তকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার।

তামিম বলেন, “প্রথমে যখন হৃদয়কে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়, কেউ কিছু বলেনি। আম্পায়ার ও ম্যাচ রেফারির যৌথ সিদ্ধান্ত ছিল সেটি। পরে দেখা গেল, এক ম্যাচ কমিয়ে দেওয়া হলো। তারপর আবার খেলেছে, দুই ম্যাচ খেলানোর পর হঠাৎ আবার নিষেধাজ্ঞা দেওয়া হলো। এটা কোন নিয়মে হয়? হৃদয় তো শাস্তি ভোগ করেছে, এরপর আবার শাস্তি দেওয়া মানে তো কোনো সেন্সই মেক করে না। বিষয়টা হাস্যকর।”

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার পর এটাই ছিল তামিমের প্রথমবারের মতো গণমাধ্যমে আসা। তার সঙ্গে ছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের বেশ কয়েকজন ক্রিকেটারও।

তবে শুধু হৃদয়ের নিষেধাজ্ঞা নয়, ডিপিএলে ম্যাচ ফিক্সিং নিয়ে চলমান বিতর্ক নিয়েও সরব হন তামিম। বিশেষ করে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার আলোচিত ম্যাচটি নিয়ে কথা বলেন তিনি।

তামিম বলেন, “গুলশান ও শাইনপুকুরের ম্যাচে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, যেটা আমরা বিসিবিকে জানিয়েছি। যদি কোনো ক্রিকেটার সত্যিই দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, আমরা চাই তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু এর মানে এই নয় যে, কাউকে মিডিয়ার সামনে এনে অপমান করা হবে। এটা ক্রিকেটারদের জন্য অসম্মানজনক।”

তামিমের বক্তব্যে স্পষ্ট, তিনি খেলোয়াড়দের সম্মান ও স্বচ্ছতার পক্ষেই দাঁড়াচ্ছেন। ক্রিকেটারদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে যেন ন্যায়বিচার ও নিয়ম মেনে চলা হয়—এটাই তার প্রধান দাবি।

You may also like