ক্রিকেটারদের সঙ্গে আজ আলোচনায় বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

আজ সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের সরব উপস্থিতি চোখে পড়ে। বিশেষ করে বেলা ১১টার দিকে তামিম ইকবাল মাঠে প্রবেশ করার পর থেকে একে একে হাজির হতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, শরিফুল ইসলামসহ আরও অনেকে।

ক্রিকেটাররা জড়ো হন একাডেমি ভবনে, যেখানে দীর্ঘ সময় ধরে চলে আলোচনার পর্ব। পরে জুমার নামাজের বিরতির পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বিস্তারিত সিদ্ধান্ত।

তামিম ইকবালের আহ্বানে আজ মিরপুরে উপস্থিত ছিলেন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, ইলিয়াস সানি, নাঈম শেখ ও জিয়াউর রহমানের মতো অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটাররা।

ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগে সম্প্রতি তাওহিদ হৃদয়ের সঙ্গে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই এই বৈঠক ও তামিমের উদ্যোগ। জানা গেছে, তামিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে তার বক্তব্য জানাতে পারেন। উল্লেখ্য, অসুস্থতার আগে মোহামেডানের অধিনায়ক ছিলেন এই অভিজ্ঞ ওপেনার।

You may also like