সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। টেস্ট জয় তাদের সিরিজ জয়ের স্বপ্ন দেখাচ্ছে এখন।
চলতি বছর নিজেদের মাটিতে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়া জিম্বাবুয়ে দল এবার চমকে দিয়েছে বিদেশের মাটিতে। অভিজ্ঞতা ও সামর্থ্যে পিছিয়ে থেকেও বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। সিলেটে ৩ উইকেটের দারুণ এক জয় পেয়েছে সফরকারীরা।
এ জয়ের পর সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন। ম্যাচ শেষে তিনি বলেন, “এই টেস্ট জয়ের পর আমরা সত্যিই আত্মবিশ্বাসী (সিরিজ জিততে)। এখন বিশ্বাসটা জন্মেছে যে, আমরা লক্ষ্যটা ছুঁতে পারি। তবে চট্টগ্রামে আমাদের নতুন করে শুরু করতে হবে এবং আবার সবকিছু মূল্যায়ন করতে হবে। আমাদের মানসিকতা সেখানে দারুণ গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে সিলেটে জয়ের পর।”
বাংলাদেশ ও জিম্বাবুয়ে এর আগে সাতবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। প্রথম তিন সিরিজে (২০০১ দু’বার ও ২০০৪) জয় পায় জিম্বাবুয়ে। এরপর ২০০৫ ও ২০১৪ সালে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। ২০১৩ ও ২০১৮ সালের সিরিজ দুইটি শেষ হয় ১-১ সমতায়।
চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ে কি পারবে সেই ২০ বছর আগের সাফল্য আবার ফিরিয়ে আনতে? এখন সেই উত্তরের অপেক্ষা।
ইউএ / টিডিএস