চার বছর ধরে টেস্টে জয়হীন জিম্বাবুয়ে। এর মধ্যে খেলা ১০টি টেস্টে হেরেছে ৮টিতেই। সেই জিম্বাবুয়েই এবার বাংলাদেশে এসে হারিয়ে দিল স্বাগতিকদের। ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ বিশেষ করে ওপেনারদের ব্যর্থতা চোখে পড়ার মতো।
প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় করেছিলেন ১৪ রান, দ্বিতীয় ইনিংসে করেন ৩৩। সাদমান ইসলাম দুই ইনিংস মিলিয়ে করতে পারেন মাত্র ১৬ রান। এই ব্যর্থতার পর দ্বিতীয় টেস্টে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।
একসময় দেশের ক্রিকেটে ‘ধুমকেতুর মতো’ আবির্ভাব হয়েছিল বিজয়ের। এরপর সময়ের পরিক্রমায় জাতীয় দল থেকে ছিটকে পড়েন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের অবস্থান বারবার প্রমাণ করেছেন। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৮৭৪ রান করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, একমাত্র বাংলাদেশি হিসেবে ঘরোয়া ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মাইলফলকও স্পর্শ করেছেন।
এই ফর্মই আবার তাকে ফিরিয়ে এনেছে জাতীয় দলে, তিন বছর পর।
বিজয়ের দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, , ‘আমার মনে হয় (ওপেনারদের) যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদেরকে তাদের আউটের ধরণ দেখলেই বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোন বাধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।’
টেস্ট ক্রিকেটে এখনো বিজয়ের তেমন কোনো স্মরণীয় পারফরম্যান্স নেই। ৫ টেস্টের ১০ ইনিংসে করেছেন মাত্র ১০০ রান। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন যেখানে দুই ইনিংসে করেন ২৭ রান।
তবে এবার ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্মকে যদি আন্তর্জাতিক অঙ্গনেও রূপ দিতে পারেন তাহলে তা শুধু তার জন্য নয় বাংলাদেশের জন্যও হয়ে উঠতে পারে এক আশীর্বাদ।
ইউএ / টিডিএস