টেস্টে বরাবরই বাংলাদেশ দুর্বল দল হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে সেই দুর্বলতায় কিছুটা হলেও ছেদ পড়েছে। তবে টপ অর্ডারের ব্যর্থতা যেন থেকে যাচ্ছে দলের নিত্যসঙ্গী হয়ে। গত বছর চারটি টেস্ট জয় এলেও ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। এর মধ্যেও উজ্জ্বল ব্যতিক্রম একজন—উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল জাকেরের। শুরু থেকেই দল যখন টপ অর্ডারের ভরাডুবিতে ভুগেছে, তখন একের পর এক ইনিংসে ব্যাট হাতে হাল ধরেছেন তিনি। অভিষেক ম্যাচেই ৫৮ রান করে নজর কাড়েন। এরপর থেকে ধারাবাহিকতায় ছেদ পড়েনি তার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন জাকের। যখন বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ছিল একের পর এক উইকেটে তখন ব্যতিক্রম ছিলেন কেবল জাকের। খেলেছেন ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস আর তাতেই গড়েছেন এক অনন্য কীর্তি—বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টানা চারটি টেস্টে অর্ধশতক হাঁকানোর রেকর্ড।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আগে এমন কিছু করতে পারেননি কেউই। এখন তার সামনে রয়েছে রেকর্ডকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার সুযোগ। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের রেকর্ডে পৌঁছাতে হলে টানা আরও পাঁচ টেস্টে অন্তত একটি করে অর্ধশতক করতে হবে জাকেরকে। কামিন্দু টেস্ট অভিষেকের পর টানা ৮ ম্যাচে করেছেন অন্তত একটি করে হাফসেঞ্চুরি যা এখন পর্যন্ত বিশ্বরেকর্ড।
ইউএ / টিডিএস