সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের তৃতীয় দিন চলছে, তবে সেখানে অনুপস্থিত দেশের পেসার তাসকিন আহমেদ। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে চোট পাওয়ায় তিনি ছিটকে পড়েছেন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজ থেকেই। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল অন্তত চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে। কিন্তু সেই সম্ভাবনাও এখন ক্ষীণ। কারণ উন্নত চিকিৎসার জন্য তাসকিনকে ইংল্যান্ড পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি। তিনি জানান, “তাসকিনের জন্য ২৯ এপ্রিল ইংল্যান্ডের এক চিকিৎসকের কাছে সিরিয়াল নেওয়া হয়েছে। তার আগেই তিনি সেখানে পৌঁছে যাবেন।” দেবাশীষ চৌধুরি নিজেও তাসকিনের সঙ্গে ইংল্যান্ড সফরে যাচ্ছেন।
ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরই পরবর্তী চিকিৎসা বা পুনর্বাসন পরিকল্পনা নির্ধারণ করা হবে। এরই মধ্যে দেশে থেকে চোট পুনর্বাসনের একটি প্রক্রিয়া অনুসরণ করছিলেন তাসকিন তবে বিসিবির মতে ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে হলে আরও উন্নত চিকিৎসা জরুরি।
তাসকিনের বাঁ পায়ের গোড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধির কারণে তিনি স্বাভাবিকভাবে দৌড়াতে পারছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেও ডিপিএলে কিছু ম্যাচ খেলেছেন মোহামেডানের হয়ে। তবে শেষ পর্যন্ত সেই চোট নিয়েই মাঠে নামা সম্ভব হয়নি তার যার ফলে তাকে পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য বিদেশে।
ইউএ / টিডিএস