সিলেট টেস্টের চতুর্থ দিন শুরু হয়েছিল বাংলাদেশ দলের জন্য তুলনামূলক স্বস্তির অবস্থান থেকে। আগের দিন তারা ৬ উইকেট হাতে রেখে ১১২ রানের লিডে ছিল যা তাদের কিছুটা মানসিক এগিয়ে রাখার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু দিনের শুরুতেই বদলে যায় চিত্র। ভয়াবহ ব্যাটিং ধস নামে টাইগারদের ইনিংসে—মাত্র ৭ ওভারের মধ্যে তারা হারায় ৩টি মূল্যবান উইকেট।
দিনের দ্বিতীয় বলেই আউট হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগের দিন ফিফটি করে যিনি বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছিলেন এদিন তিনি ফেরেন কোনো রান না করেই। পুল শট খেলতে গিয়ে টাইমিং মিস করেন বল লেগে যায় ব্যাটের ওপরের কানায় এবং সহজ ক্যাচ নেন লং লেগে থাকা নিয়াগুচি।
এরপর দ্রুত সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ ১৬ বলে করেন ১১ রান শর্ট লেন্থের বলে গালিতে ক্যাচ দেন মুজারাবানিকে। তাইজুল মাত্র ৩ রানে এনগারাভার বলে উইকেটকিপার মায়াভোর হাতে ধরা পড়েন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৩০ রান, লিড এখন ১৪৮ রানের। তবে উইকেটের যে আচরণ দেখা যাচ্ছে তাতে এই লিড খুব একটা সুরক্ষিত মনে হচ্ছে না।
উল্লেখ্য, প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ যেখানে একমাত্র মুমিনুল হকই প্রতিরোধ গড়েছিলেন ৫৬ রানের ইনিংস খেলে। জবাবে জিম্বাবুয়ে তুলেছিল ২৭৩ রান। সেই ইনিংসের মূল ভিত্তি ছিল ব্রায়ান বেনেট ও শন উইলিয়ামসের ইনিংস আর শেষে এনগারাভার ২৮ ও মুজারাবানির কার্যকর ১৭ রানেও তৈরি হয় বড় লিড।
ইউএ / টিডিএস