থেমেছে বৃষ্টি, জানা গেল খেলা শুরুর সময়

স্পোর্টস ডেস্ক

সকাল থেকেই অপেক্ষা—কবে থামবে বৃষ্টি। সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। আগের দুই দিনে আলোকস্বল্পতার কারণে সময় এগিয়ে আনা হয়েছিল।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘে ঢাকা আর বৃষ্টি নামতেই পুরো সেশনই ভেস্তে যায়। খেলোয়াড়েরা মাঠে পৌঁছান সকাল ১০টার দিকে তখনও আকাশ ছিল ভ্রুকুটিযুক্ত। তারা আশ্রয় নেন ড্রেসিংরুমে অপেক্ষা করতে থাকেন বৃষ্টি থামার।

অবশেষে সুখবর আসে দুপুর ১২টার পর। বৃষ্টি থেমেছে মাঠকর্মীরা দ্রুত পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। সব ঠিক থাকলে দুপুর ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

বৃষ্টির কারণে সকালের পুরো সেশন বাতিল হলেও দিনের বাকি সময়ের নতুন সূচি জানানো হয়েছে। চা বিরতি হবে বিকেল ৩টা ২০ মিনিটে আর শেষ সেশনের খেলা চলবে বিকেল ৩টা ৪০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিলেট টেস্টে এখন পর্যন্ত প্রতিটি দিনেই বাধা হয়ে এসেছে প্রকৃতি—আলোকস্বল্পতা হোক বা বৃষ্টি। তবে দর্শকদের আশায় অন্তত বাকি সময়টা যেন নির্বিঘ্নে খেলা হয়।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। দিন শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে সাজঘরে ফিরেছে স্বাগতিকরা। তৃতীয় দিনে এখান থেকেই ব্যাট হাতে নামবেন দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় (২৮*) ও মুমিনুল হক (১৫*)।

ইউএ / টিডিএস

You may also like