ক্রিকেটের তীর্থভূমি লর্ডস ছাড়াও বিশ্বের অনেক স্টেডিয়ামেই রয়েছে অনার্স বোর্ডের ব্যবস্থা। তবে এখনো বাংলাদেশের কোনো মাঠে এই সংস্কৃতি চালু হয়নি। ঘরের মাঠে এমন একটি উদ্যোগ দেখতে চান মেহেদী হাসান মিরাজ।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট শিকার করে নিজের পারফরম্যান্সে নজর কাড়েন এই টাইগার অলরাউন্ডার। দিন শেষে তিনি জানান, বাংলাদেশের স্টেডিয়ামগুলোতেও অনার্স বোর্ড চালু হওয়া উচিত। এতে করে ক্রিকেটাররা আরও অনুপ্রাণিত হবেন এবং নিজেদের অর্জনকে গর্বের জায়গায় নিয়ে যেতে পারবেন।
সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিনশেষে। নিজের কাছে প্রত্যাশা বেশি ছিল না। চেষ্টা ছিল ভালো জায়গায় বল করা, দলকে সাহায্য করা। ৫ উইকেট পেতে হলে অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, একইসাথে লাক ফেভার করতে হবে।’
‘একটা জিনিস দেখেন প্রতিটা মানুষের অর্জন ভালো লাগার বিষয়। যেটা বললেন রাওয়ালপিন্ডিতে নাম দেখেছি, ভালোই লেগেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন গিয়েছি। যেটা বললেন আমাদের এখানে নেই, আমার মনে হয় চালু করা উচিত। যারা এখন আছেন বোর্ডে তারা আশা করি দেখবেন।’-যোগ করেন তিনি।
ইউএ / টিডিএস