চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি বাংলাদেশ দলকে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি যোগ দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে।
রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। জিম্বাবুয়ে প্রতিপক্ষ হলেই ঘরোয়া আলোচনায় তাদের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই তাদের দুর্বল দল হিসেবে দেখলেও পরিসংখ্যান বলছে অন্য কথা। ১১৫ টেস্টে মাত্র ১৩টি জিতলেও বাংলাদেশের বিপক্ষে তারা প্রায় সমানে সমান। দুই দলের ১৮ টেস্টের মুখোমুখিতে বাংলাদেশের জয় ৮টি, জিম্বাবুয়ের ৭টি এবং ড্র হয়েছে ৩টি।
গতবারের দেখায় অবশ্য একতরফা জয় পেয়েছিল বাংলাদেশ। ২০২১ সালে হারারে টেস্টে ২২০ রানে জিতেছিল টাইগাররা। তবে এবার জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে নারাজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষের নাম নয়, নিজেদের খেলায় মনোযোগ দিতে চান তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেন,‘আপনারা কিংবা সাধারণ ক্রিকেটপ্রেমী মানুষরা ছোট দল বা বড় দলের এই তুলনাটা করেন। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা প্রতিটা বল বাই বল চিন্তা করি। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই তাতে প্রতিপক্ষ যে দলই হোক।’
শান্ত আরও বলেন, ‘ আমি মনে করি আমাদের ক্রিকেটারদের মধ্যে ছোট দল কিংবা বড় দল বলে কিছু নেই। আমরা দক্ষিণ আফ্রিকা বা অন্য বড় দলের বিপক্ষে যে মানসিকতা নিয়ে খেলি জিম্বাবুয়ের বিপক্ষেও সেই মানসিকতা নিয়ে খেলতে চাই।’
২০২৪ সালের ফেব্রুয়ারিতে টেস্ট দলের দায়িত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ৯টি টেস্টে। এর মধ্যে তিনটি জিতেছেন হেরেছেন ছয়টিতে। তার অধিনায়কত্বেই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ।
ইউএ / টিডিএস