বিশ্বকাপের শেষ টিকিটের লড়াইয়ে বাংলাদেশ, সমীকরণ সোজা—জিতলেই পাকা
ছয় দলের অংশগ্রহণে শুরু হয়েছিল ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। লক্ষ্য ছিল দুটি জায়গা, যার একটি ইতোমধ্যেই নিশ্চিত করেছে অপরাজিত পাকিস্তান। এখন শেষ টিকিটের দৌড়ে রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
বাছাইয়ের শেষ দিনে মুখোমুখি হচ্ছে না এই দুই প্রতিদ্বন্দ্বী দল। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে, আর ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাইল্যান্ড—যারা এখনও কোনো ম্যাচ জিততে পারেনি।
বাংলাদেশের জন্য সমীকরণ কী?
জিতলেই বিশ্বকাপ নিশ্চিত। পাকিস্তানকে হারাতে পারলে নিগার সুলতানার দল ৮ পয়েন্ট নিয়ে সরাসরি পাবে মূলপর্বের টিকিট।
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ বিশ্বকাপে। পয়েন্ট ভাগাভাগি হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৭, যা ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য সর্বোচ্চ ৬ পয়েন্টের চেয়ে বেশি।
হেরে গেলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। সেক্ষেত্রে থাইল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায়, বাংলাদেশই যাবে বিশ্বকাপে।
তবে বাংলাদেশ হেরে গেলে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতলে হিসাব হবে জটিল। তখন নির্ধারক হবে নেট রান রেট।
বর্তমানে:
বাংলাদেশের রান রেট: +১.০৩৩
ওয়েস্ট ইন্ডিজের রান রেট: –০.২৮৩
এই ব্যবধান মেটাতে হলে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে জিততে হবে। যেমন—বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে ১০০ রানে হারে, তবে ওয়েস্ট ইন্ডিজকে থাইল্যান্ডকে হারাতে হবে অন্তত ১৫০ রানে। রান তাড়ার ক্ষেত্রে, লক্ষ্য অনুযায়ী ২০ ওভারের মধ্যে জয় পেতে হবে এমন ব্যবধান গড়ার জন্য।
তবে এসব জটিল হিসাবের প্রয়োজনই পড়বে না, যদি বাংলাদেশ আজ লাহোরে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয়—হোক তা ১ রানে বা ১ উইকেটে।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ এখন পর্যন্ত একবারই এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, ২০২২ সালে।