পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে বাছাইপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

শনিবার (১৯ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাছাইপর্বে এটি বাংলাদেশের পঞ্চম ম্যাচ এবং এর মধ্যে চতুর্থবারের মতো আগে ব্যাট করতে নামছে তারা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফর্মহীন সোবহানা মোস্তারির জায়গায় দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার দিলারা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা একাদশে এটিই একমাত্র পরিবর্তন।

পাকিস্তান এরই মধ্যে নিজেদের চারটি ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে এই ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। জ্যোতিরা যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপে—আর কোনো সমীকরণ মাথায় রাখতে হবে না। তবে হারলে তাকিয়ে থাকতে হবে বিকেলের ম্যাচের দিকে যেখানে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে থাইল্যান্ড।

বাংলাদেশ হেরে গেলে ক্যারিবীয়দেরও হার দরকার টাইগ্রেসদের স্বপ্ন টিকিয়ে রাখতে। আর যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায় তবে তাদের জয় যেন হয় কম ব্যবধানে—এই সমীকরণেই ঝুলে থাকবে বাংলাদেশের ভাগ্য।

বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, ফারজানা হক পিংকী, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।

পাকিস্তান একাদশ : শাওয়াল জুলফিকার, মুনিবা আলি, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাতালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নেওয়াজ, রামিন শামিম, দিয়ানা বেগ, সাদিয়া ইকবাল ও নাশরা সুন্ধু।

ইউএ / টিডিএস

You may also like