৮
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে একেবারেই সাশ্রয়ীভাবে। মাত্র ৫০ টাকায় স্টেডিয়ামে বসেই উপভোগ করা যাবে এই টেস্ট ম্যাচ।
আগামী রবিবার (২১ এপ্রিল) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।
টিকিটের মূল্য তালিকা এমন—
গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
ক্লাব হাউস: ২৫০ টাকা
আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা
সবুজ গ্যালারি, পশ্চিম গ্যালারি ও পূর্ব গ্যালারির গেট-৩: ৫০ টাকা
পূর্ব গ্যালারির গেট-২: ১৫০ টাকা
টেস্ট ম্যাচের টিকিট পাওয়া যাবে আম্বরখানার মধুমতী ব্যাংকের পিএএলসি শাখা থেকে। এছাড়াও ম্যাচের আগের দিন থেকে স্টেডিয়ামের প্রবেশ মুখের টিকিট কাউন্টারেও মিলবে টিকিট।