বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিটিভির একটা আলাদা জায়গা আছে। দেশের প্রথম টেস্ট ম্যাচ—২০০০ সালে ভারতের বিপক্ষে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া সেই ঐতিহাসিক ম্যাচ সরাসরি সম্প্রচার করেছিল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরপর প্রায় এক যুগজুড়ে দেশের মাঠে অনুষ্ঠিত প্রতিটি আন্তর্জাতিক ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়।
কিন্তু সময়ের সঙ্গে বদলেছে দৃশ্যপট। স্যাটেলাইট টিভির উত্থানে জায়গা করে নেয় টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি চ্যানেলগুলো। ধীরে ধীরে বিটিভি হারায় সরাসরি সম্প্রচারের সেই গৌরবময় অধ্যায়।
তবে আবারও সেই পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনছে বিটিভি। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে এই রাষ্ট্রায়ত্ত চ্যানেল। বিষয়টি নিশ্চিত করেছে বিটিভি নিজেই, এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণ করে প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করা হবে। এই সম্প্রচারের সার্বিক সমন্বয়ে থাকবেন বিটিভি ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
আসলে বিকল্প না থাকায় শেষ মুহূর্তে বিটিভির ওপরই ভরসা রেখেছে বিসিবি। কারণ, এই সিরিজের সম্প্রচার স্বত্ব কেনার জন্য কেউ আগ্রহ দেখায়নি। ১৯ মার্চ বিসিবি ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ ও আর্থিক প্রস্তাব চেয়ে টেন্ডার আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি।
বিসিবির এক কর্মকর্তা জানান, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা খুব কম মনে করেই সম্প্রচার সংস্থাগুলো পিছিয়ে গেছে। এর আগে দীর্ঘদিন বাংলাদেশের হোম সিরিজ সম্প্রচারে দায়িত্বে ছিল টি স্পোর্টস ও গাজী টিভি, যারা কাজ করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের সঙ্গে। তবে সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর।
প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, সিলেটে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামে। দুই ম্যাচেই ক্রিকেটপ্রেমীরা আবার দেখতে পাবেন সেই চেনা বিটিভির পর্দায় দেশের খেলা—যার সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি, আবেগ আর ইতিহাস।