মাহমুদউল্লাহর ব্যাট আবারও রানশূন্য

স্পোর্টস ডেস্ক

জাতীয় দলে মাহমুদউল্লাহ রিয়াদের অধ্যায় শেষের পথে—এ কথা এখন আর গুঞ্জন নয়, বাস্তব। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাও মাত্র একটি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ছিলেন না ইনজুরির কারণে, আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেই থেমে গেছে তার আন্তর্জাতিক মিশন। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

দেশে ফিরে বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। তবে ইনজুরির ধাক্কায় শুরু থেকেই খেলতে পারেননি। এখন পর্যন্ত খেলেছেন ৫টি ম্যাচ—তাতেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। তার স্কোরলাইন চোখে পড়ার মতো নয়: ১০, ৭, ১৬, ১৭ এবং সর্বশেষ ম্যাচে ১২ রান। সবমিলিয়ে করেছেন মাত্র ৬২ রান, গড় ১২.৪, স্ট্রাইকরেট ৬৬.৬৭। এমন পারফরম্যান্স তার মতো অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে একেবারেই বেমানান।

এই পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক নির্বাচক ঢাকা পোস্ট-কে বলেন,
“এটা নিয়ে হয়তো কোচদের সঙ্গে কথা বলছে রিয়াদ। অনেক দিন ধরে খেলছে, কোথায় ভুল হচ্ছে সেটা নিশ্চয়ই বোঝার চেষ্টা করছে। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটার নিশ্চয়ই একা একা বসে নেই।”

তিনি আরও যোগ করেন,
“বড় ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশা একটু বেশি থাকে। হয়তো এখন রান পাচ্ছে না, কিন্তু হঠাৎ দুই ম্যাচে ভালো খেললেই আবার ফর্মে ফিরে আসতে পারে। এমন কিছু হলে পুরো মৌসুমের হতাশা ঢাকা পড়ে যাবে। মানুষটা একটা আশা নিয়ে বাঁচে—আমরাও সেই আশাতেই আছি।”

তবে বয়স, ফর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনা—সব মিলিয়ে জাতীয় দলের দরজা মাহমুদউল্লাহর জন্য প্রায় বন্ধই ধরে নেয়া যায়। এখন দেখার বিষয়, ক্লাব ক্রিকেটে তিনি নিজেকে কতটা পুনর্গঠিত করতে পারেন।

You may also like