মোহামেডানের বিপক্ষে জয় দিয়ে সুপার লিগ শুরু সৌম্যদের

স্পোর্টস ডেস্ক

বৃষ্টি শুরুর আগেই ম্যাচে টস হলেও বাধা আসে ২৯.৪ ওভারের মাথায়। তখন ৭ উইকেট হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোর ছিল ১১৭ রান। এরপর আর মাঠে নামা হয়নি তাদের। বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২২ ওভারে লক্ষ্য দেয়া হয় মাত্র ৯৩ রান। সহজ সেই টার্গেট ৯ উইকেট হাতে রেখেই তুলে নেয় রূপগঞ্জ।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের প্রথম দিনেই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থান পাওয়া মোহামেডান। তবে ব্যাটিং ব্যর্থতায় ২৯.৪ ওভারেই ৭ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৭ রান। এরপর বৃষ্টির কারণে ম্যাচে বাধা পড়ে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লিজেন্ডস অব রূপগঞ্জের লক্ষ্য নির্ধারিত হয় ২২ ওভারে ৯৩ রান। সাইফ হাসানের নেতৃত্বে রূপগঞ্জ দল সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মাত্র ১৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে। মুস্তাফিজুর রহমান ২ ওভারে খরচ করেন ১৩ রান।

২২ ওভারে ৯৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে আউট করেন নাসুম আহমেদ। তবে মোহামেডানের বোলারদের জন্য এটি ছিল একমাত্র সাফল্য। এরপর সৌম্য সরকার এবং অধিনায়ক সাইফ হাসান গড়ে তোলেন একটি দুর্দান্ত অপরাজিত ৯৪ রানের জুটি। সৌম্য ৩৬ রানে এবং সাইফ ৫৫ রানে অপরাজিত থেকে মাত্র ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন রূপগঞ্জকে।

এই জয়ে সুপার লিগের শুরুটা দারুণ করলো সবার শেষে থেকে সুপার লিগ নিশ্চিত করা রূপগঞ্জ। আর গ্রুপ পর্বে টানা চার জয়ের পর দুইয়ে থেকে সুপার লিগে ওঠা মোহামেডান প্রথম ম্যাচেই পেল হারের স্বাদ।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৯.৪ ওভারে ১১৭/৭ ( আনিসুল ইসলাম ৩৫,তৌফিক খান ১৮, তানভীর ইসলাম ৩/৩৭)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩.২ ওভারে ৯৪ ( সাইফ ৫৫, সৌম্য ৩৬, নাসুম আহমেদ ১/৩০)

ফল: ৯ উইকেটে জয়ী রূপগঞ্জ

ইউএ / টিডিএস

You may also like