নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ দাঁড়ায় ২২৭ রান।
দলের এই লড়াকু সংগ্রহে সবচেয়ে বড় অবদান শারমিন আখতার ও ফারজানা হক পিংকির। ইনিংসের শুরুটা খুব একটা ভালো ছিল না। উদ্বোধনী জুটিতে ১৬ রান তোলার পর মাত্র ৬ রানে আউট হয়ে যান সুবহানা মোস্তারি। তবে এরপর ব্যাট হাতে হাল ধরেন শারমিন ও ফারজানা।
দ্বিতীয় উইকেটে এই জুটি গড়ে তোলে ১১৮ রান, যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের নারীদের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। শারমিন আউট হন ৬৭ রানে, আর ফারজানা করেন ৪২ রান। তবে এক বলের ব্যবধানে এই দুই সেট ব্যাটার আউট হয়ে গেলে ইনিংসে ঘটে ছন্দপতন।
১৩৫ রানে ৩ উইকেট হারানোর পর হুড়মুড় করে পড়ে আরও কয়েকটি উইকেট। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন মাত্র ৫ রান। এরপর ৪৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানে পড়ে যায় ৮ উইকেট। তবে শেষ দিকে কিছুটা লড়াই করে রানটা এগিয়ে নেন রিতু মনি (১৫), নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খান (২৩)। অতিরিক্ত রান থেকেও আসে গুরুত্বপূর্ণ ২৪ রান।
অবশেষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২২৭ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন আলিয়া অ্যালিন, যিনি শিকার করেন ৪ উইকেট। অ্যাফি ফ্লেচার ও হ্যালেই ম্যাথুস নিয়েছেন ২টি করে উইকেট, আর ১ উইকেট পেয়েছেন কিনেল্লে হেনরি।
ইউএ / টিডিএস