বৃষ্টির আগে মোহামেডানের সংগ্রহ ১১৭

স্পোর্টস ডেস্ক

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। প্রথম দিন তিনটি ভেন্যুতে মাঠে নেমেছে ছয়টি দল।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামে মোহামেডান। তবে শুরুটা মোটেই ভালো হয়নি তাদের জন্য। মাত্র ২৭ রানের মধ্যে ফিরেন ওপেনার তৌফিক খান তুষার। অন্যপ্রান্তে থাকা আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তিন নম্বরে নামা রনি তালুকদার ফেরেন শূন্য রানে। ইমনও বেশিদূর যেতে পারেননি, ৩৫ রানে ফিরতে হয় তাকেও।

এরপর একে একে ফিরেছেন ফরহাদ হোসেন, আরাফাত সানী ও মাহমুদউল্লাহ রিয়াদ—যিনি করেন মাত্র ১২ রান। ৯৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে মোহামেডান। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন আরিফুল ইসলাম। কিন্তু দলীয় স্কোর যখন ১১৭ তখনই নামে বৃষ্টি।

এদিন বল হাতে দারুণ শুরু এনে দেন লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা। বিশেষ করে নজর কাড়েন স্পিনার তানভীর ইসলাম। ৮ ওভার বল করে ৩৭ রান খরচায় তিনি শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার সঙ্গে ভালো সহায়তা দেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান যিনি দখল করেন ২টি উইকেট।

ইউএ / টিডিএস

You may also like