আইসিসি কি বদলাবে ক্রিকেটের গুরুত্বপূর্ণ নিয়ম?

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নিয়মিতভাবে ক্রিকেটের কিছু নিয়ম পরিবর্তন করে থাকে। কিছু নিয়ম কয়েক বছর ব্যবহারের পর পরিবর্তন আনতে বোর্ড সদস্যদের মধ্যে আলোচনা হয়। এবার ওয়ানডে ক্রিকেটের একটি নিয়মে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি।

আইসিসি বর্তমানে ওয়ানডে ক্রিকেটে ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়মে পরিবর্তন করার পরিকল্পনা করছে। চলতি সপ্তাহে জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত একটি সভায় এই সুপারিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইনিংসের ৩৫তম ওভার থেকে একটি বল ব্যবহারের নিয়মে পরিবর্তন আসবে। এর মানে হলো, ওয়ানডে ইনিংসের ৩৪তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহার করা যাবে, কিন্তু ৩৫তম ওভার থেকে দুটি বলের মধ্যে কোনটি ব্যবহৃত হবে, সেটা ফিল্ডিং দলই নির্ধারণ করবে। অব্যবহৃত বলটি অতিরিক্ত বল হিসেবে রেখে দেওয়া হবে, এবং যদি ব্যবহৃত বলটি হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তবে অতিরিক্ত বলটি ব্যবহার করা হবে।

ছেলেদের ক্রিকেট কমিটি আগে ২৫ ওভার পর একটি বল ব্যবহারের পরামর্শ দিয়েছিল, তবে ক্রিকইনফোর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কমিটির সদস্যদের কাছে এই প্রস্তাবটি খুব একটা জনপ্রিয় হয়নি। তাঁদের মতে, ইনিংসের ১৭ ওভার পর দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহার করা উচিত, এরপর বাকি সময়ের জন্য একটি বল ব্যবহার করা উচিত।

আইসিসি বোর্ডের কাছে ছেলেদের ক্রিকেট কমিটি এই সুপারিশ করেছে, এবং বোর্ডগুলোকে তাদের মতামত জানাতে বলা হয়েছে। যদি বোর্ডগুলো রাজি হয়, তবে এই নিয়মটি ওয়ানডে ক্রিকেটের অংশ হয়ে যাবে। জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, নিয়ম পরিবর্তন করতে আইসিসি বোর্ডের অনুমোদনের প্রয়োজন হবে না।

বর্তমানে, ওয়ানডেতে দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহারের নিয়মটি আইসিসি ২০১১ সালে চালু করেছিল। তবে এই নিয়ম আগেও মাঝে মাঝে দেখা গেছে, যেমন ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে। ২০১১ সালের আগে, ইনিংসের ৩৪তম ওভার পর বল বদলানোর নিয়ম ছিল বাধ্যতামূলক।

এই পরিবর্তন শুধু ওয়ানডে নিয়মেই নয়। আইসিসি টেস্ট ক্রিকেটে ‘টাইমার থিওরি’ চালু করার প্রস্তাবও দিয়েছে। এর মাধ্যমে প্রতি ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বিরতি দেওয়া হবে, যাতে দিনে ৯০ ওভার নিশ্চিত করা যায়। সীমিত ওভারের ক্রিকেটে এই টাইমার আগে থেকেই চালু রয়েছে, এবং নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে শাস্তির বিধানও রয়েছে। এছাড়া, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়ানডে থেকে টি-টোয়েন্টি সংস্করণে কিছু পরিবর্তন আনার প্রস্তাবও দেওয়া হয়েছে, তবে তাতে তেমন সাড়া মেলেনি।

You may also like