পিএসএল অভিষেকে রিশাদের দুর্দান্ত ৩ উইকেট

স্পোর্টস ডেস্ক

লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমে ৪ ওভারে ৩১ রান দিয়ে শিকার করেছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দিয়েছেন ১০টি ডট বল।

রবিবার (১৩ এপ্রিল) রাওয়ালপিণ্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোরের হয়ে বোলিংয়ে নামেন রিশাদ। সপ্তম ওভারে বোলিং শুরু করা এই লেগস্পিনার তার প্রথম ওভারে দেন মাত্র ৭ রান—কোনো বাউন্ডারির সুযোগ দেননি। পরের ওভারে রাইলি রুশো ছক্কা মারলেও সেই ওভারেই দুর্দান্ত গুগলিতে বোল্ড করে ফেরান দক্ষিণ আফ্রিকান তারকাকে।

তৃতীয় ওভারে আকিল হোসেন একটি ছক্কা মারলেও ওভারে রান আসে ৯। নিজের শেষ ওভারে রিশাদ আরও ভয়ংকর হয়ে ওঠেন। প্রথম বলেই বোল্ড করেন মোহাম্মদ আমিরকে। ওভারে একটি ছক্কা হজম করলেও আবরার আহমেদকে ফেরান তৃতীয় শিকার হিসেবে। শেষ দুই বলে কোনো রান দেননি।

রিশাদের বোলিংয়ের পাশাপাশি দলের বাকি বোলাররাও দারুণ পারফর্ম করেন। শাহীন আফ্রিদি, আসিফ আফ্রিদি ও সিকান্দার রাজা নেন দুটি করে উইকেট। লাহোর কালান্দার্স প্রথমে ব্যাট করে তোলে ২১৯ রানের বিশাল স্কোর। জবাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স থেমে যায় মাত্র ১৪০ রানে। ফলে ৭৯ রানের বড় জয় পায় লাহোর—আসরে এটি তাদের প্রথম জয়।

ইউএ / টিডিএস

You may also like