পিএসএলে অভিষেক রিশাদ হোসেনের

স্পোর্টস ডেস্ক

তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের বহুল প্রতীক্ষিত অভিষেক হয়ে গেল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।

লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে একাদশে জায়গা পান তিনি। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির হাত থেকে অভিষেক টুপি গ্রহণ করেন এই লেগস্পিনার।

পিএসএলে খেলার আগে রিশাদ অংশ নিয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে, যেখানে টরন্টো ন্যাশনালসের হয়ে খেলেছিলেন তিনি। সেটিই ছিল তার প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা। এরপর জিম-আফ্রো টি-টেন লিগেও মাঠে নামেন তিনি।

সবশেষ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে লাহোর কালান্দার্সের নজরে পড়েন রিশাদ। নানা জটিলতায় এতদিন বিদেশি লিগে নিয়মিত খেলার সুযোগ না পেলেও, তার ধারাবাহিক পারফরম্যান্স শেষ পর্যন্ত তাকে এনে দিয়েছে পিএসএলের মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ।

লিগে অভিষেকের পর রিশাদ জানিয়েছেন, তিনি লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

ইউএ / টিডিএস

You may also like