টস হারলেও দুর্দান্ত বোলিং বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে সহজেই হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। এবার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

লাহোরে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ১৮ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৭৪ রান, ২ উইকেট হারিয়ে।

শুরুর দিকে বল হাতে দারুণ চাপ সৃষ্টি করেন বাংলাদেশি বোলাররা। রান তোলার সুযোগ না পেয়ে ঝুঁকি নেন দুই ওপেনার—সারা ফোবস ও গ্রেবি লুইস। ফলাফল, দ্রুত উইকেট! নাহিদা আক্তারের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান সারা। মাত্র ৪ রান করে ৮ বল খেলে ফেরেন তিনি। তখন দলের স্কোর মাত্র ৬।

এরপর লুইস ও অ্যামি হান্টার মিলে সামাল দেন প্রাথমিক ধাক্কা। দ্বিতীয় উইকেটে গড়েন ৫০ রানের জুটি। তবে ১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসের বলে ক্যাচ তুলে দেন লুইস। ৪৩ বলে করেন ২৪ রান।

এখন ক্রিজে আছেন হান্টার ও ওরলা পেন্ডারগেস্ট। ইনিংস বড় করতে চাইছে আইরিশরা, আর টাইগ্রেসরা খুঁজছে পরের ব্রেকথ্রু।

You may also like