দাপুটে জয়ে বিশ্বরেকর্ড গড়লেন দুই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ নারী দল বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ডের ঝাঁপি খুলেই অভিযান শুরু করেছে। আজ (বৃহস্পতিবার) থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে একের পর এক রেকর্ড গড়ে বড় জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, সবচেয়ে বড় ব্যবধানে জয়, এবং একই ইনিংসে দুই বোলারের ফাইফার—সব মিলিয়ে দিনটি ছিল টাইগ্রেসদের দাপটের এক উজ্জ্বল প্রদর্শনী।

প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির দুর্দান্ত সেঞ্চুরি ও শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ২৭২ রান—নারী ওয়ানডেতে তাদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় পুঁজি। এরপর বল হাতে ম্যাজিক দেখান দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। দুজনে মিলে শিকার করেন থাইল্যান্ডের সবকটি উইকেট।

ফাহিমা ৮.৫ ওভারে ২১ রানে ও জান্নাত ৫ ওভারে মাত্র ৭ রানে ৫টি করে উইকেট নেন। নারী ওয়ানডেতে প্রথমবারের মতো এক ইনিংসে কোনো দলের দুই বোলার পেয়েছেন ফাইফার। যদিও আগেও তিনবার দুই বোলার মিলিয়ে একটি ইনিংসে সব উইকেট শিকার করেছেন।

থাইল্যান্ডের ইনিংস থামে মাত্র ৯৩ রানে, ২৮.৫ ওভারে। ফলে ১৭৮ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ, যা তাদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয় (পূর্বে ছিল ১৫৪ রানের জয়, আয়ারল্যান্ডের বিপক্ষে)।

অধিনায়ক জ্যোতি ব্যক্তিগতভাবেও গড়েছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মাত্র ৭৮ বলে ১৫টি চার ও এক ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন তিনি। এটি বাংলাদেশের দ্বিতীয় নারী সেঞ্চুরি, প্রথমটি ছিল ফারজানা হকের। জ্যোতি-শারমিনের ১৫২ রানের জুটিও তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ।

সব মিলিয়ে আজকের ম্যাচে বাংলাদেশ নারী দলের ছিল এক স্বপ্নময় শুরু, যা বিশ্বকাপ বাছাইয়ে তাদের আত্মবিশ্বাসকে করবে বহুগুণ শক্তিশালী।

You may also like