তামিমের পর অসুস্থ আম্পায়ার সোহেল

স্পোর্টস ডেস্ক

কিছুদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তামিম ইকবালকে হাসপাতালে নিতে হয়েছিল। এবার একই লিগে গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘোরা, রক্তচাপ বেড়ে যাওয়া—এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুতই তাঁকে বিকেএসপির হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ওই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকার কথা থাকলেও মাঠে নামার আগেই অসুস্থ হয়ে পড়েন সোহেল। জানা গেছে, আগের রাতেই তার ঘুম হয়নি ঠিকমতো। সঙ্গে ছিল চৈত্রের তীব্র গরম। সব মিলিয়ে মাঠে নামার আগেই তিনি দুর্বলতা অনুভব করেন।

স্থানীয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় এবং বর্তমানে বিকেএসপির জরুরি বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ম্যাচ শুরুর আগেই সোহেল জানিয়েছিলেন তিনি ভালো অনুভব করছেন না। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল বলেন, ‘গাজী সোহেলের প্রেশার হাই হয়ে গিয়েছিল। এখন মোটামুটি স্থিতিশীল আছেন, তবে পালস এখনও কিছুটা বেশি। রিজার্ভ আম্পায়ার দিয়েই ম্যাচ পরিচালনা করা হচ্ছে।’

You may also like