জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প বাংলাদেশে পিছিয়ে গেল

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকার পর, চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ১৩ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে টাইগারদের ক্যাম্প।

প্রথমে ১২ এপ্রিল ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা একদিন পিছিয়ে ১৩ এপ্রিল নির্ধারিত হয়েছে। ১২ এপ্রিল ডিপিএলে খেলার পর ক্রিকেটাররা সিলেটে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তবে এখনও জানানো হয়নি, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড কেমন হবে।

ঢাকা প্রিমিয়ার লিগের একটি বড় অংশ আবাহনী দলের ক্রিকেটারদের নিয়ে গঠিত, এবং দলের কোচ হান্নান সরকার ঢাকা পোস্টকে জানিয়েছেন, ১২ এপ্রিল আবাহনী-মোহামেডান ম্যাচ খেলার পর তার দল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে।

জিম্বাবুয়ে দল ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে এবং প্রথম টেস্ট হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

You may also like