শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস, এবং অধিনায়ক হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন। চলতি বছরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আরভিন এবং চোটের কারণে উইলিয়ামসও সে ম্যাচে ছিলেন না। তবে এবার উভয়েই ফিরেছেন গুরুত্বপূর্ণ এই সফরে।

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে আরভিনের বদলি হিসেবে খেলানো ওয়েসলি মাধেভেরে এখনো স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। তবে ওই ম্যাচের দল থেকে বাংলাদেশ সফরের স্কোয়াডে এসেছে তিনটি পরিবর্তন।

দুই বছর পর উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া সিগা দলে ফিরেছেন, আর জায়গা হারিয়েছেন জয়লর্ড গাম্বি। অন্যদিকে বামহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা ফিরেছেন নিউম্যান নিয়ামুরির জায়গায়। মাসাকাদজা সর্বশেষ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন।

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়া ব্লেসিং মুজারাবানি আবারও পেস আক্রমণে নেতৃত্ব দেবেন। ওই ম্যাচে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে তিনি নজর কাড়েন। তাকে সহায়তা দেবেন রিচার্ড এনগারাভা। দলে একমাত্র এখনো অভিষিক্ত নন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।

২০২০ সালের ফেব্রুয়ারির পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সফরের প্রথম ম্যাচটি শুরু হবে ২০ এপ্রিল সিলেটে, এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জিম্বাবুয়ে এক ইনিংস ও ১০৬ রানে হেরেছিল।

জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গুয়ান্ডো, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

ইউএ / টিডিএস

You may also like