নিষেধাজ্ঞা শেষে আবার মাঠে ফিরলেন নাসির

স্পোর্টস ডেস্ক

তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই শুরু হয়েছে তার প্রত্যাবর্তনের গল্প।

সোমবার (৬ এপ্রিল) ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচেই রূপগঞ্জের জার্সিতে মাঠে ফেরেন নাসির। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ, একাদশে জায়গা পেয়েছেন নাসির হোসেন।

২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলতে গিয়ে একটি আইফোন উপহার পান নাসির। তবে সেটির তথ্য আইসিসিকে না জানানোয় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করায় আইসিসি তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে, যার ছয় মাস ছিল স্থগিত। শাস্তির মেয়াদ শেষে ফের খেলার অনুমতি মিলেছে তার।

রূপগঞ্জ টাইগার্সের একাদশ: আব্দুল মজিদ, অমিত মজুমদার, আল আমিন (অধিনায়ক), ফয়সাল আহমেদ রায়হান, হোসনে হাবিব, আওলাদ হোসাইন জীবন, নোহায়েল সানদিদ, মহিউদ্দিন তারেক, আসাদুল্লাহ আল গালিব, আরিফুল হক ও নাসির হোসেন।

You may also like