তামিমের পরিবর্তে মোহামেডানের অধিনায়ক হচ্ছেন কে?

স্পোর্টস ডেস্ক

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আবারও জমে উঠতে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন।

রবিবার (৭ এপ্রিল) সেই ধারাবাহিকতায় ফের মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর বাকি ম্যাচগুলো।

তবে মাঠে ফেরার এই মুহূর্তে হার্ট অ্যাটাকের কারণে আসর থেকে ছিটকে গেছেন দলের অধিনায়ক এবং দেশের কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। তামিমকে হারিয়ে নতুন অধিনায়কের সন্ধানে মোহামেডান। শোনা যাচ্ছে, নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

এবারের ডিপিএলে তারকাবহুল দল গড়েছিল মোহামেডান। জয় ছন্দে ছিল দলটি ভালোভাবেই এগোচ্ছিল আসরে। তবে হঠাৎ করেই তামিমের অসুস্থতা সব হিসাব ওলটপালট করে দেয়। প্রাথমিকভাবে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে বিবেচনা করলেও, সামনে জাতীয় দলের দায়িত্ব থাকায় তাকে পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ফলে তাওহিদ হৃদয়কেই এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে ভাবছে দলীয় ম্যানেজমেন্ট।

এ বিষয়ে দলটির ম্যানেজার সাজ্জাদ হোসেন শিফন বলেন,‘শনিবার থেকে বিরতি শেষে অনুশীলন শুরু হবে। সেখানে জানতে পারব আসলে কে অধিনায়ক হবে। এখন পর্যন্ত তাওহীদ হৃদয়ের ভালো সুযোগ রয়েছে। দুই একটি ম্যাচ সে কন্ট্রোল করেছে তামিম যখন বাইরে ছিল তখন। পসিবিলিটি বেশি তবে সেটা টিম ম্যানেজমেন্ট দেখবে।’

ইউএ / টিডিএস

You may also like