পাকিস্তানে সব ম্যাচ জিততে চান বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক

দলের পরিকল্পনা জানাতে গিয়ে কোচ জানিয়েছেন, বাছাইপর্বে পাঁচ ম্যাচের সবকটিই জেতাই তাদের লক্ষ্য।

পাকিস্তানের ব্যাটিং-বান্ধব উইকেটে বোলারদের ভালো করার প্রসঙ্গে বাংলাদেশি কোচ সারোয়ার বলেন, ‘আমরা এ ব্যাপারে ওয়াকিবহাল, অনুশীলনে আলাদা করে এই কাজগুলো করেছি। ব্যাটিং উইকেটে কিভাবে বোলিং করতে হবে, বোলিং উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে এসব। স্ট্রাইকরেট কিভাবে কী করতে হবে সবকিছুই আমরা অনুশীলন করেছি। এখানে ২৫০ রান প্লাস উইকেট হবে। আমি আশা রাখি আমাদের ব্যাটাররা এটা করতে সক্ষম হবে।’

সারোয়ার ইমরান মনে করেন বাছাইপর্বের সবকটি ম্যাচই জিততে পারবে নিগার সুলতানা জ্যোতির দল, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’

৬ দলের এই বাছাইপর্ব শেষে সেরা দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট। ১০ এপ্রিল বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড (দিবারাত্রি), ১৫ এপ্রিল স্কটল্যান্ড (দিবারাত্রি), ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। দিনের ম্যাচগুলো সকাল ১০টায় শুরু হবে আর দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর আড়াইটায়।

ইউএ / টিডিএস

You may also like