বিপিএলের সর্বশেষ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান আলিস।
ইনিংসের শেষ ওভারে রান নিতে গিয়ে পায়ে আঘাত পেয়ে ফাইনাল ম্যাচও মিস করেন তিনি। মাস পেরিয়ে গেলেও এখনো মাঠে ফিরতে পারেননি এই ক্রিকেটার।
চলতি মাসের মাঝামাঝি জানা যায়, অস্ত্রোপচার করাতে হবে আলিসকে। ঈদের আগেই সার্জারির সম্ভাবনা থাকলেও তা হচ্ছে না। বিসিবির মেডিকেল বিভাগের তথ্যানুযায়ী, সবকিছু ঠিক থাকলে ঈদের পরই অপারেশন হবে আলিসের।
ব্যাংককে যাওয়ার ভিসা প্রসেসিং চলছে আলিসের। তার অস্ত্রোপচার হবে ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে। অপারেশনের পর কমপক্ষে ৮ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে, এমনকি পুনর্বাসন প্রক্রিয়া এক বছর পর্যন্ত গড়াতে পারে।
আলিস জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে চান, কারণ দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা তার ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তাই দ্রুত সুস্থ হয়ে ফেরাই তার লক্ষ্য।
সম্ভাব্য ৫ অথবা ৬ এপ্রিল ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন আলিস। তার সঙ্গে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি, অপারেশন সম্পন্ন হওয়ার পর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।
ইউএ / টিডিএস