রোহিত-কোহলির কেন্দ্রীয় চুক্তি আলোচনার সভা স্থগিত

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা, ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সিদ্ধান্তসহ বেশ কিছু বিষয়ে আলোচনার মিটিংটি পিছিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) গুয়াহাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) গুরুত্বপূর্ণ মিটিং। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়ার শহর গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের। তাদের মতামতের ভিত্তিতে বার্ষিক চুক্তি চূড়ান্ত করা হওয়ার কথা ছিল কিন্তু সেটি হয়নি।

ইংল্যান্ড সফরের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক রাখার বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। শোনা যাচ্ছে রোহিত হয়তো সিরিজে অংশ নেবেন না। সে ক্ষেত্রে নতুন অধিনায়ক নির্বাচন করা হবে কি না তা নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।

এছাড়া বিরাট কোহলিকে দলে রাখা হবে কি না এবং নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হওয়ার কথা ছিল। বার্ষিক চুক্তিতে বরুণ চক্রবর্তী এবং শ্রেয়স আয়ারের নাম অন্তর্ভুক্ত হওয়া প্রায় নিশ্চিত ছিল। তবে আজকের মিটিং বাতিল হওয়ায় সব সিদ্ধান্ত আপাতত পিছিয়ে গেছে।

ইউএ / টিডিএস

You may also like