তামিমকে থাইল্যান্ড পাঠানোর পরিকল্পনা চলছে

স্পোর্টস ডেস্ক

গতকাল ইফতারের পর সাভারের কেপিজে হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিম ইকবালকে। সকালে তামিম নিজেই ঢাকায় চলে আসতে চাচ্ছিলেন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছাড়পত্র দেয়।

সূত্রে জানা গেছে, যদি তামিমের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন হয়, তবে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে থাইল্যান্ড যাওয়ার কথাও রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তামিমের নেতৃত্বেই বরিশাল দুইটি ট্রফি জয় করেছে।

থাইল্যান্ড যাওয়ার প্রসঙ্গে মিজান বলেন, “থাইল্যান্ডের জন্য ভিসার ব্যবস্থা করা হচ্ছে। ইনশা আল্লাহ, আমি তার সঙ্গে যাব। তবে চিকিৎসক শিডিউল দিতে হবে, এবং যখন চিকিৎসক অনুমতি দেবেন তখনই যেতে পারব। সবাইকে অনুরোধ করছি, তামিমের জন্য দোয়া করবেন।”

তামিমের হার্ট অ্যাটাকের মূল কারণ হিসেবে চিকিৎসকরা পানি স্বল্পতাকে উল্লেখ করেছেন, এ বিষয়ে মিজানুর রহমান বলেন, “চিকিৎসকদের মতে, তামিমের শরীরে প্রচণ্ড ডিহাইড্রেশন ছিল। তিনি যথেষ্ট পানি পান করেননি, এবং রাতে সঠিকভাবে ঘুমও হয়নি। রোজা রেখে গরমে ডিপিএল খেলা যে কঠিন, তা আমার মনে হয়।”

You may also like