কেপিজি ছেড়ে এভারকেয়ারে ভর্তি তামিম

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হার্ট অ্যাটাকের পর গতকাল তাকে ঢাকায় আনার পরিকল্পনা ছিল, এমনকি হেলিকপ্টারও প্রস্তুত ছিল। তবে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্টে ব্লক ধরা পড়লে রিং বসানো হয়।

কেপিজে হাসপাতাল থেকে তামিমকে ঢাকা আনা হবে কিনা, তা নিয়ে অনেক আলোচনা ছিল। চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন, তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, যার মধ্যে প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় শেষ হওয়ার আগেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। কেপিজে হাসপাতাল থেকে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

২৫ মার্চ ইফতারের পরই অ্যাম্বুলেন্সে করে তামিম কেপিজে হাসপাতাল ছাড়েন। কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন জানান, পারিবারিক সিদ্ধান্তের কারণে তামিমকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের ম্যাচের আগে তামিম অসুস্থ হয়ে পড়েন। অধিনায়ক হিসেবে টসে অংশগ্রহণ করার পরই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর তাকে বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে নেওয়া হয়, এবং এখন তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী চিকিৎসার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা।

You may also like