তিন মাস বিশ্রামে থাকতে হবে তামিমকে

স্পোর্টস ডেস্ক

হার্ট অ্যাটাকের পর তামিম ইকবাল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে হার্টে রিং বসানোর পর তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। গতকাল তাকে দেখতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী পরামর্শ দেন, তামিমকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাসপাতালে থাকতে হবে। তারা বলেন, সদ্য হার্টে রিং বসানো তামিমের জন্য স্থানান্তর কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে ৪৮ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল ইফতারের পর বিশেষ একটি অ্যাম্বুলেন্সে কেপিজে হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তামিমকে।

কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন জানান, “পারিবারিক সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেও তাকে পর্যবেক্ষণে রাখা হবে।” সন্ধ্যা পৌনে ৭টার দিকে হুইলচেয়ারে করে তামিম কেপিজে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ওঠেন এবং পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশে রওনা দেন।

রাত সাড়ে ৮টার পর, তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। উন্নত চিকিৎসার জন্যই তামিমকে স্থানান্তরিত করা হয়েছে। তামিমকে আগামী তিন মাস বিশ্রামে থাকতে হবে এবং এই সময়ে তিনি বাসায় থেকে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। খেলায় ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল কেপিজে হাসপাতালে তামিমকে দেখতে গিয়েছিলেন সাকিব আল হাসানের বাবা-মা। বিকেলে মোহামেডানের পরিচালক মাসুকুজ্জামানও তামিমকে দেখতে যান এবং হাসপাতাল থেকে তার ঢাকায় স্থানান্তরের কথা জানান। ডাক্তারদের সঙ্গে আলোচনা করে শঙ্কা কেটে যাওয়ার পর, তামিমের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে।

You may also like