তামিমকে দেখতে হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

তামিমকে দেখতে রাত ১০টার পরপরই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে ঢাকায় আনা হয়। সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিম ইকবাল বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। একই সময়ে সেখানে উপস্থিত হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।

এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তামিমকে দেখে বের হওয়ার পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি তামিমের সবশেষ অবস্থার কথা জানিয়ে বলেন, “আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তাতে আমি আশাবাদী। উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। খুব দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন।”

এর আগে মঙ্গলবার রাত ৮টা ৩৭ মিনিটে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। পরে তাকে হাসপাতালে সিসিইউ বিভাগে ভর্তি করা হয়। কেপিজে হাসপাতালের মতো রাজধানীর এই চিকিৎসাকেন্দ্রের বাইরেও তামিমের সমর্থকরা ভিড় জমিয়েছেন।

ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমানও রাতে তামিমকে দেখতে হাসপাতালে আসেন। পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং জানান, তামিমকে বিদেশে চিকিৎসার জন্য ভিসার কাজ শুরু হবে। ভিসা প্রক্রিয়া ব্যাংককে হবে এবং মিজান নিজেও সেখানে যাবেন বলে নিশ্চিত করেছেন।

ইউএ / টিডিএস

 

You may also like