তোমাকে জিততেই হবে বন্ধুঃ মনোজ তিওয়ারি

স্পোর্টস ডেস্ক

তামিমের সুস্থতা কামনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।

আন্তর্জাতিক ক্রিকেটে মনোজের ক্যারিয়ার যদিও দীর্ঘ নয়। তবে তামিম ইকবালের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিমের দ্রুত সুস্থতার জন্য মনোজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থণা! দ্রুত সুস্থ হও তামিম ইকবাল।’

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরবর্তীতে জানা যায়, অল্প সময়ের মধ্যে তিনি দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে হার্টে রিং পরানো হয়েছে।

বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU) এ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করা হচ্ছে, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

ইউএ / টিডিএস

You may also like