তামিমের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

বিকেএসপিতে খেলতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, তামিমের হার্ট অ্যাটাকের পর তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং শারীরিক অবস্থা পরীক্ষা করতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

এদিকে, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। বিসিবি তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত তথ্য সরবরাহ করবে।

এছাড়া, তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন সময় জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন।

You may also like