সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও চিত্রনায়ক শাকিব খান।
তাসকিন নিজের ফেসবুক পেজে লিখেছেন, তামিম ইকবাল ভাই সাভারে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা আরও খারাপ হয়েছে। সে এখন লাইফসাপোর্টে। দয়ে করে তার এই কঠিন সময়ে তার জন্য সকলে প্রার্থনা করুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক।’
চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’
নিজের ফেসবুক পেইজে দোয়া চেয়ে শরিফুল লেখেন, তামিম ভাই আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।’
তামিম ইকবালের সর্বশেষ অবস্থা নিয়ে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, বর্তমানে তিনি সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
ইউএ / টিডিএস