তাসকিনের সেঞ্চুরিতে প্রতিপক্ষের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচে নতুন রেকর্ড গড়লেন তাসকিন।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে আজ (মঙ্গলবার) তিনটি ম্যাচ চলেছে। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভারে ১০৭ রান দিয়ে ৩ উইকেট নেন মোহামেডানের তাসকিন।

রেকর্ড করেই চলেছেন তাসকিন আহমেদ। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এবার ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচেও নতুন রেকর্ড গড়লেন। তবে এই রেকর্ড তাসকিন হয়তো দ্রুত ভুলে যেতে চাইবেন।

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে রান বিলানোর সেঞ্চুরি করেন জাতীয় দলের এ পেসার। তবে ১০৭ রান দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়া বাংলাদেশের বোলার এখন তিনি। তার এমন বাজে বোলিংয়ে মোহামেডান ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে। গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক ১৪৯ রান করেন ১৪৩ বলে।

তাসকিনের আগে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার ছিলেন শাহাদাত হোসেন রাজিব। ২০১০ সালে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়েছিলেন তিনি। আজ ১৫ বছর পর তাসকিন তার এই লজ্জার রেকর্ড ভেঙে মুক্তি পেলেন।

তবে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে তাসকিন এখন শীর্ষে থাকলেও, বিশ্বে তার অবস্থান ১১ তম। বিশ্বের সবচেয়ে খরুচে বোলিংটি করেছে নেদারল্যান্ডসের বাস ডি লিডা। ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেট নিতেও ১১৫ রান খরচ করেছিলেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like