পায়ে চোটের কারণেই এবার অস্ত্রোপচার করাতে হচ্ছে তাকে।
রবিবার (১৬ মার্চ) বিসিবির মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের পর আলিসকে কমপক্ষে ৮ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হবে। সুস্থ হতে সময় আরও দীর্ঘায়িত হলে পুনর্বাসন প্রক্রিয়ায় পুরো বছরই লেগে যেতে পারে।
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রানার্সআপ হয়েছে চিটাগং কিংস। দলের ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন আলিস আল ইসলাম। তবে চোটের কারণে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি এই রহস্যময় স্পিনার। সেই
বিপিএলের শেষ আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটিংয়ের সময় আঘাত পান আলিস। ইনিংসের শেষ ওভারে রান নিতে গিয়ে তার পায়ে চোট লাগে যার ফলে তিনি ফাইনাল ম্যাচে খেলতে পারেননি। কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেননি তিনি।
এবার সেই চোটের জন্য অস্ত্রোপচার প্রয়োজন হচ্ছে আলিসের। এজন্য শিগগিরই ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে যাচ্ছেন তিনি। তার ভিসা প্রসেসিং চলছে সুযোগ হলে ঈদের আগেই অস্ত্রোপচার সম্পন্ন হতে পারে।
আলিস জানিয়েছেন, তিনিও চান যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে। কারণ অস্ত্রোপচারের পর লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। তাই যত দ্রুত হবে ততই তার ক্যারিয়ারের জন্য মঙ্গল।
ইউএ / টিডিএস