দেশের ক্রিকেট এগিয়ে নিতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক

সিনিয়রদের রেখে যাওয়া জায়গা থেকেই বাংলাদেশের ক্রিকেটকে নতুন ধাপে নিয়ে যেতে দৃঢ়প্রত্যয়ী মিরাজ।

শনিবার (১৫ মার্চ) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘প্রত্যেকটা মানুষেরই একটা সময় নিজের জায়গা থেকে সরে যেতে হয়। তাদের যে দায়িত্বটা ছিল তারা বাংলাদেশকে একটা ধাপে নিয়ে এসেছেন। আমাদের কাজ থাকবে এখান থেকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া।’ এই টাইগার অলরাউন্ডার আরও বলেন, ‘আমরা কিন্তু এখনও ট্রফি জিততে পারিনি। তাই আমাদের লক্ষ্য থাকবে যেকোনো বড় টুর্নামেন্ট জেতা। একটা ট্রফি জিততে পারলে আমাদের প্রজন্মের জন্য ভালো হবে।’

নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোর এটাই উপযুক্ত সময় মানছেন মিরাজ, ‘আমরা যারা আছি, সবার পারফর্ম করা জরুরি। দলে এখন ৬-৭ জন ক্রিকেটার আছে যারা প্রায় ৭-৮-১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। সবাইকে নতুন বলা যাবে না। যারা আছে নতুন ২-৩ বছর খেলেছে, তাদের সঙ্গে যারা ৮-৯ বছর খেলেছে তাদের মিলিয়ে একটা পরিকল্পনা করে সমন্বয় নিয়ে এগোতে হবে।’

মিরাজ আরও বলেন, ‘আমার মনে হয় আমাদের এখন যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। মুশফিক ভাই বা যারা ছিলেন তারা ৭-৮ বছর সার্ভিস দেওয়ার পর একটা জায়গায় নিয়ে গেছেন। আমরাও প্রায় অনেক বছর খেলেছি। আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ দলকে একটা জায়গায় নিয়ে যাওয়া।’

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ এখন থেকেই পরিকল্পনার কথা বলেন মিরাজ, ‘আমরা যদি একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোই… সবার সঙ্গে সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। একজন ক্রিকেটারকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে আমাদের যত ওয়ানডে আছে ক্রিকেটারদের সুযোগ দিতে হবে। আমরা যদি ২-৩ মাস আগে বিশ্বকাপের প্রস্তুতি নেই তাহলে কঠিন। তবে এখন থেকে যদি সবাই কাজ শুরু করে সবাই সম্পৃক্ত থেকে যদি আগে থেকে দলটা সেট করে তাহলে একটা ভালো কিছু হবে।’

ইউএ / টিডিএস

You may also like