মাহমুদউল্লাহর অবসরের কথা স্ত্রীর কাছে অবিশ্বাস্য

স্পোর্টস ডেস্ক

প্রতিযোগিতামূলক ক্রিকেট ক্যারিয়ারে একসময় বিদায় নিতেই হয়। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে এক পোস্টে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানান। তবে এমন একটি সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

মাহমুদউল্লাহ গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। অবসরের পর মিষ্টি ফেসবুকে এক আবেগঘন পোস্টে তার স্বামীকে নিয়ে স্মৃতি ভাগ করেছেন। তিনি লেখেন, “সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে আর বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে দেখবো না, সেটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।”

২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্যারিয়ারে তিনি চারটি সেঞ্চুরি করেছেন, আর সবই আইসিসি ইভেন্টে। ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরিটি ছিল স্মরণীয়, একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে দ্বিতীয় সেঞ্চুরি করেন। দুই সেঞ্চুরির পর গ্যালারিতে উড়ন্ত চুমু ছুড়ে দেওয়া মাহমুদউল্লাহর সেই মুহূর্তটি মিষ্টি স্মরণ করে লিখেছেন, “২০০৭ থেকে ২০২৫—অনেক স্মৃতি রয়েছে। বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের এক বিস্ময়কর উপহার।”

মাহমুদউল্লাহর ক্যারিয়ারে উত্থান-পতন কম ছিল না। অফফর্মের কারণে কিছু সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন, তবে প্রত্যাবর্তন করেছেন দারুণভাবে। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন, যার মধ্যে ২০১৮ নিদাহাস ট্রফির শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৮ বলে ৪৩ রানের ইনিংসটি ছিল অপরিহার্য। মিষ্টি তার স্বামীর অর্জন নিয়ে বলেন, “১৭ বছর ধরে তোমার উত্থান-পতনের সঙ্গী ছিলাম, আলহামদুলিল্লাহ এখনও আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক এবং আজীবন সেটাই থাকবে। তুমি যে নিষ্ঠা, সততা এবং ভালোবাসা দিয়ে দেশের জন্য যা করেছ, তাতে আমি গর্বিত।”

মাহমুদউল্লাহ ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মোট ৪৩০ আন্তর্জাতিক ম্যাচে তিনি ১১০৪৭ রান করেছেন, গড় ৩১.৮৩। ৯টি সেঞ্চুরির পাশাপাশি ৫৬টি ফিফটি রয়েছে তার নামের পাশে, এবং টেস্ট ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি করেছেন। ৫০ টেস্টে তার রান ২৯১৪।

You may also like