মাহমুদউল্লাহর বিদায়ের ঘোষণায় যা বলছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

এক সময়ের সতীর্থ মাশরাফি বিন মোর্ত্তজাও রিয়াদকে নিয়ে পোস্ট করেছেন।

মাহমুদউল্লাহকে নিয়ে ম্যাশ লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।

মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।

ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে এই কামনা থাকল।’

বাংলাদেশ ক্রিকেটে ১৮ বছরের দীর্ঘ পথচলার পর থেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে যাত্রা শুরু করেছিলেন। আর শেষটাও হলো ওয়ানডে দিয়ে।

ইউএ / টিডিএস

You may also like