নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে রিয়াদকে জানিয়েছেন শুভকামনা।
স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’
বাংলাদেশ ক্রিকেটে ১৮ বছরের দীর্ঘ পথচলার পর থেমেছে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে যাত্রা শুরু করেছিলেন, আর শেষটাও হলো ওয়ানডে দিয়ে।
এই ফরম্যাটে মাহমুদউল্লাহ খেলেছেন মোট ২৩৯ ম্যাচ। ৩৬ গড়ে সংগ্রহ করেছেন ৫,৬৮৯ রান। করেছেন ৩২টি ফিফটি ও ৪টি সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮২ উইকেট।
টেস্ট ক্রিকেটেও ছিলেন গুরুত্বপূর্ণ পারফরমার মাহমুদউল্লাহ। ৫০ টেস্ট খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২,৯১৪ রান, যেখানে রয়েছে ১৬টি ফিফটি ও ৫টি সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট।
টি-টোয়েন্টি ফরম্যাটেও বাংলাদেশের জার্সিতে রেখেছেন অসামান্য অবদান। ১৪১ ম্যাচে প্রায় ২৪ গড়ে সংগ্রহ করেছেন ২,৪৪৪ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।
ইউএ / টিডিএস