নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১২ মার্চ) দল ঘোষণা করা হয়। এতে নেতৃত্ব থাকছেন উইকেটরক্ষক–ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিনার নাহিদা আক্তার।

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল। তবে ২-১ ব্যবধানে সিরিজ হারায় সেই সুযোগ হাতছাড়া হয়। ফলে জ্যোতিদের এখন বিশ্বকাপের টিকিট পেতে খেলতে হবে বাছাইপর্ব।

নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে, ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে নিগার সুলতানাদের লড়াই করতে হবে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টের শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।

ইউএ / টিডিএস

You may also like