মুশফিকুর রহিমের পর এবার অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদও।
বুধবার (১২ মার্চ) সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার। আর তাতে ইতি ঘটছে তার ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।
পোস্টে তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’
‘বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’-যোগ করেন তিনি।
তিনি আরও লিখেছেন, ‘সবকিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয় কিন্তু আপনাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মাহমুদউল্লাহ। শেষটাও করলেন ওয়ানডে দিয়েই। এই ফরম্যাটে তিনি খেলেছেন ২৩৯ ম্যাচ, যেখানে ৩৬ গড়ে সংগ্রহ করেছেন ৫,৬৮৯ রান। এছাড়া ৩২টি ফিফটির সঙ্গে করেছেন ৪টি সেঞ্চুরি। বল হাতেও রেখেছেন অবদান, নিয়েছেন ৮২ উইকেট।
টেস্টে মাহমুদউল্লাহ খেলেছেন ৫০টি ম্যাচ, যেখানে প্রায় ৩৩ গড়ে তুলেছেন ২,৯১৪ রান। তার নামের পাশে রয়েছে ১৬টি ফিফটি ও ৫টি সেঞ্চুরি। পাশাপাশি শিকার করেছেন ৪৩ উইকেট।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। যেখানে প্রায় ২৪ গড়ে করেছেন ২,৪৪৪ রান এবং বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।
ইউএ / টিডিএস